সূচিপত্র
- লেখক পরিচিতি
- পাঠ প্রসঙ্গ
- কবিতার বিষয় সংক্ষেপ
- কবিতার নামকরণ
- বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন
- অতি সংক্ষিপ্ত প্রশ্ন
- সংক্ষিপ্ত প্রশ্ন
পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি
হাইনরিখ হাইনে
কবি পরিচিতি
ঊনবিংশ শতাব্দীর এক বিশিষ্ট জার্মান কবি ছিলেন হাইনরিখ হাইনে ইত্যাদি। তিনি পরলোকগমন করেন ১৮৫৬ হাইনে ১৭৯৭-১৮৫৬ জার্মানির রাইন নদীর তীরবর্তী খ্রিস্টাব্দের ১৭ ফেব্রুয়ারি প্যারিসে। হাইনের একজন বিশিষ্ট অঞ্চল ড্যুসেলডর্ফ-এ ১৭৯৭ খ্রিস্টাব্দের ১৩ ডিসেম্বর জন্মগ্রহণ করে । তার ১৮২৬ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তাঁর ‘হার্ৎসাইজে’ (Harzreise) বা হার্ৎস যাত্রা’। এরপর ১৮২৭ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় কাব্যগীতিগ্রন্থ ‘উত্তর সাগরগীতিকা' (Buch der Lieder) তাঁকে এক সমগ্র বিশ্বে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল। এ ছাড়াও তাঁর উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ হল—‘নতুন কবিতা’, ‘জার্মানি এক শীতের রূপকথা' এবং কয়েকটি বিশিষ্ট গ্রন্থ হল—‘ফরাসি পরিস্থিতি’, ‘রোমান্টিক কাব্যধারা’, ‘ধর্মের ইতিহাস’কবিতা বাংলায় অনূদিত হয়ে বাঙালি পাঠক সমাজে সমাদৃত হয় করেন ।
পাঠ প্রসঙ্গ
পাইন ও পাম গাছের পরম নিঃসঙ্গ ও একাকিত্ব থাকা অবস্থানের উপর কেউই নিজ নিজ অবস্থা ও অবস্থানে সন্তুষ্ট থাকতে চায় না। এই বিশ্বজনীন ভাবটিকে সামনে রেখে, পাইন ও পাম গাছকে প্রতীক করে কবি বোঝাতে চেয়েছেন বিষয়টিকে। কবি আসলে মানবজীবনের আচরণের প্রতিই সকলেই ভাবে, অন্যেরা বুঝি তার থেকেও অনেক ভালো অবস্থার আছে।
বিষয় সংক্ষেপ
কবিতাটির প্রথমে একটি নিঃসঙ্গ পাইন গাছের ছবি তুলে ধরা হয়েছে। উত্তরের বুনো পাহাড়ে একটি লম্বা পাইন গাছ দাঁড়িয়ে আছে, তার উপরে পাইন ছাড়া আর লম্বা গাছ জন্মায় না সেহেতু পাহাড়টিকে নগ্ন বলা হয়েছে আর সেই কারণেই পাইন গাছের কোনো বন্ধু নেই, সে একা। বরফের রূপোলি কাপড় গায়ে জড়িয়ে সে দিনরাত দুলে দুলে স্বপ্ন দেখে । কবিতাটির দ্বিতীয় দিকে পাইন গাছের স্বপ্নের কথা বলা হয়েছে। পাইন গাছ স্বপ্ন দেখে এক পাম গাছের, যে দাঁড়িয়ে আছে দূরের মরুভূমি অঞ্চলে, যেখানে গরম খুব বেশি । জন্মের পর, নিঃসঙ্গ ও বেদনায় ভারাক্রান্ত এক পাম গাছের কষ্ট হওয়ায় গাছপালা খুব বেশি জন্মায় না, কাজেই তপ্ত মরুভূমিতে বরফাবৃত পাহাড়ে জন্মানো পাইন গাছের স্বপ্নে উঠে আসে। দুজনের পরিবেশ সম্পূর্ণ আলাদা হলেও একাকিত্বের দিক থেকে আসলে দুজনে একই বেদনার শরিক। দুজনেই তাই সমব্যথী।
নামকরণ
যে-কোনো সাহিত্য রচনায় নামকরণ একটি গুরুত্বপূর্ণ অংশ । পাঠক নামকরণ থেকে পাঠ্যবস্তু সম্পর্কে আগাম ধারণা লাভ করে । সুতরাং যে-কোনো সাহিত্য রচনারই একটা যথাযথ উদ্দেশ্যময় এবং প্রয়োজনীয় নামকরণ করে থাকেন লেখক। হাইনরিখ হাইনের ‘পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি' কবিতায় একটি গভীর ভাবকে নামকরণের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। সূর্যহীন, বরফে ঢাকা নিঃসঙ্গ পাইন গাছ আকাশের দিকে চোখ তুলে দাঁড়িয়ে থাকে। দিনরাত সে দুলে দুলে স্বপ্ন দেখে, দূর দেশের বাসিন্দা পাম গাছের। মরুভূমি অঞ্চলে বেড়ে ওঠা যে পাম গাছও আসলে তারই মতো একা ও নিঃসঙ্গ। দুই বিপরীত পরিবেশে বেড়ে ওঠা দুটি গাছ আসলে একই বেদনার শরিক সমগ্র কবিতাটিতে একটি নিঃসঙ্গ পাইন গাছের অস্তিত্ব, এ তার স্বপ্ন প্রাধান্য পেয়েছে। তাই কবিতার নামকরণটি যথাযথ সার্থক হয়েছে।
১. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
১.১ কবি হাইনরিখ হাইনের জন্মস্থান কোথায় ?
উত্তর কবি হাইনরিখ হাইনের জন্মস্থান জার্মানির রাইন নদীর কবিতা” এবং ‘জার্মানি : এক শীতের রূপকথা। তীরবর্তী ড্যুসলডর্ফ-এ।
১.২ কবি হাইনে-র লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো।
উত্তর কবি হাইনে-র লেখা দুটি কবিতার বইয়ের নাম হল—নতুন কবিতা এবং জার্মানি এক শীতের রূপকথা।
১.৩ কবি হাইনে-র লেখা দুটি গদ্যগ্রন্থের নাম লেখো।
উত্তর কবি হাইনে-র লেখা দুটি গদ্যগ্রন্থের নাম হল – 'ফরাসি পরিস্থিতি’ও ‘ধর্মের ইতিহাস'।
২. ঠিক উত্তরের উপরে √ দাও :
২.১ (উত্তরে/দক্ষিণে/পশ্চিমে) বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে।
উত্তর উত্তরে।
2.2 যেন বরফের (সোনালি / রূপালি / সব্জে) কাপড় পরে ।
উত্তর রূপালি ।
২.৩ মরুতটে দাঁড়িয়ে রয়েছে (পাইন/পাম/খেজুর) গাছ।
উত্তর পাম।
২.৪ জার্মান ভাষায় কবিতা লেখেননি (গোয়ঠে/
রিলকে/ শেকসপিয়র)।
উত্তর শেকসপিয়র।
৩. নীচের প্রশ্নগুলির দু-একটি বাক্যে উত্তর লেখো:
৩.১ পাইন গাছ সাধারণত কোন্ অঞ্চলে দেখতে পাওয়া যায় ?
উত্তর শীতের দেশে পাহাড়ি এলাকা বা পার্বত্য অঞ্চলে সাধারণত পাইন গাছ দেখতে পাওয়া যায়।
৩.২ পাইন গাছ কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে?
উত্তর পাইন গাছ বরফের রুপোলি কাপড় পরে আছে বলে কবির মনে হয়েছে।
৩.৩ পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে?
উত্তর পাম গাছ তপ্ত মরুতটে পাম গাছ দাঁড়িয়ে আছে।
৩.৪ পাইন গাছ কীভাবে স্বপ্ন দেখে?
উত্তর পাইন গাছ আকাশে নয়ন তুলে দিনরাত দুলে দুলে স্বপ্ন দেখে।
আরো পোস্ট পেতে এখানে ক্লিক করুন Class 6
পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি
৪. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:
৪.১ পাম গাছের বুক বেদনায় ভরা কেন ?
উত্তর দিগন্ত ছড়ানো মরুভূমিতে রুক্ষ-তপ্ত-ছায়াহীন পরিবেশে পাম গাছকে একা দাঁড়িয়ে দিন কাটাতে হয়। প্রচুর গাছপালা সেখানে সৃষ্টি হয় না, ফলে পাম গাছকে একাকিত্বের মধ্যেই বেঁচে থাকতে হয়। মরুতটে সে একা দাঁড়িয়ে থাকে, তৃষ্ণায় তার বুক ফেটে যায়। এমন দুঃখের জীবন নিয়ে কেউ কখনও সুখী হতে পারে না । পাম গাছের বুক তাই বেদনায় ভরা।
৪.২ পাইন গাছ কী স্বপ্ন দেখে ?
উত্তর উত্তরের বুনো নগ্ন পাহাড়ে, বরফের চাদর গায়ে পরে দাঁড়িয়ে থাকা, নিঃসঙ্গ পাইন গাছ মরুভূমির তপ্ত পাহাড়ে জন্মানো নিঃসঙ্গ পাম গাছের স্বপ্ন দেখে।
৪.৩ বরফের দেশের পাইন গাছ, মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন?
উত্তর বরফাবৃত পাহাড়ি অঞ্চলে বেড়ে ওঠা পাইন গাছ ভীষণ একা, কারণ অত উপরে পাইন ছাড়া তেমন লম্বা গাছ জন্মায় না, সে-কারণে পাহাড়টি প্রায় নগ্ন, আর সেই নগ্ন পাহাড়ে লম্বা, দৃঢ় পাইন গাছ একাকী দাঁড়িয়ে থাকে। সে দুলে দুলে মরুভূমিতে জন্মানো এক পাম গাছের স্বপ্ন দেখে কারণ পাম গাছও তার মতোই একা। দুই বিপরীত পরিবেশে জন্মালেও আসলে দুজনে একই বেদনার শরিক। তাই পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে ।
আরো পোস্ট পেতে এখানে ক্লিক করুন Class 6
পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি
0 Comments