Fable class 10 । Fable class 10 summary । Fable meaning in Bengali Class 10 । Fable class 10 notes । Theme of the poem Fable

 



Fable class 10 । Fable class 10 summary । Fable meaning in Bengali Class 10 । Fable class 10 notes । Theme of the poem Fable


Lesson 2

 

"Fable"

"Ralph Waldo Emerson"

 

The author and the text:

 

Ralph Waldo Emerson (1803-1882) was an American essayist, lecturer, and poet. His famous poems include 'Concord Hymn'and 'Brahma'.

The poem describes a conversation between the squirrel and the mountain. The squirrel points out that in this world every being, living or non-living, big or small,

have their individual reasons for existence.

 

 

Read the following poem:

 

The mountain and the squirrel Had a quarrel:

 

দ্য মাউনটেন্‌ অ্যানড্ দ্য স্কুইরেল্ হ্যাড কোয়ার্ল' :

 

পর্বত আর কাঠবিড়ালীর মধ্যে ঝগড়া হয়েছিল;

 

And the former called the latter 'Little Prig.'

অ্যানড্ দ্য ফর্মার কলড্ দ্য ল্যাটা(), 'লিটিল প্রিগ'

 

প্রথমজন দ্বিতীয়জনকে বলল, ‘ক্ষুদ্র নীতিবাগীশ ভণ্ড।

 

 Bun replied,

বান্ রিপ্লায়েড,

 

কাঠবিড়ালী জবাব দিল

 

'You are doubtless very big;

ইউ আর ডাউটলেস্ ভেরি বিগ;

 

সন্দেহ নেই তুমি বিশাল ;

 

 But all sorts of things and weather

বাট্ অল সর্টস্ অভ্ থিংস অ্যানড্ ওয়েদা ()

কিন্তু সব ধরনের বস্তু আর ঋতু

  

Must be taken in together,

মাস্ট বি টেকন ইন্‌ টুগেদা (র্),

 

অবশ্য একত্রিত করা হয়,

 

To make up a year And a sphere.

 

টু মেক্ আপ্ অ্যা ইয়া (র্) অ্যানড্ স্ফিয়া ()

 

একটি বছর গড়ে তুলতে আর-একটি গোলক (পরিবেশ)

<<CONTENTS/>>

আরো দেখুন

 

Father's Help Unit 1 Click Here

Father's Help Unit 2 Click Here

Father's Help Unit 3 Click Here

Fable Click Here

The Passing Away of Bapu Unit - 1 Click Here

 

 

And I think it no disgrace

অ্যানড্ আই থিংক ইট্‌ নো ডিসগ্রেস্

 

আর আমার মনে হয় কোনো লজ্জা নেই

 

To occupy my place.

টু অকুপাই মাই প্লেস্।

 

আমার স্থানটুকু অধিকার করে থাকায়।

 

If I'm not so large as you,

ইফ্ আই অ্যাম্‌ নট্ সো লার্জ অ্যাজ্ ইউ,

 

যদি আমি তোমার মতো বিশাল না হই,

 

You are not so small as I,

ইউ আর নট্ সো স্মল্ অ্যাজ আই,

তুমিও আমার মতো ক্ষুদ্র নও,

 

And not half so spry.

অ্যানড্ নট হাফ সো স্পাই।

 

আর আমার অর্ধেক তৎপরও নও।

 

I'll not deny you make

আই উইল নট্ ডিনাই ইউ মেক্‌

আমি অস্বীকার করি না তুমি তৈরি কর

 

 

A very pretty squirrel track;

ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক;

 

কাঠবিড়ালী চলাচলের খুব সুন্দর পথ;

 

Talents differ; all is well and wisely put;

ট্যালেন্টস্ ডিফা (র্); অল্ ইজ ওয়েল্ অ্যানড্ ওয়াইজলি পুট;

প্রতিভার রকমফের আছে; সবগুলোই ভালো আর ভেবেচিন্তে সৃষ্টি ;

 

 

If I cannot carry forests on my back,

ইফ্ আই ক্যান ক্যারি ফরেস্টস্ অন মাই ব্যাক,

যদি আমি পিঠের ওপর জঙ্গল বহন করতে না পারি

 

Neither can you crack a nut.

নেইদা (র্) ক্যান্ ইউ ক্রাক  নাট্

তুমি কি একটা বাদামের খোলা ভাঙতে পার না '

 

Post a Comment

0 Comments