The Book of Nature
Questions And Answer - Class - 7
UNIT - 1
ACTIVITY – 1
Underline the appropriate alternatives
(সঠিক
পরিবর্তটির নীচে দাগ দাও),
Ans :
(a) India is in fact a [ big /small/ huge ] part of the earth's surface.
(প্রকৃতপক্ষে ভারতবর্ষ হল পৃথিবীর উপরি তলের
ক্ষুদ্র একটি অংশ।)
(b) Once upon a time the earth was too [cold/dark/hot] for living being
to survive.
(একদা পৃথিবী ছিল খুবই গরম কোনো প্রাণী বেঁচে
থাকার পক্ষে।)
(c) Fossils are [a type of wild animal / one kind of hard rock/the remains of old living beings].
(জীবাশ্ম হল কোনো পুরানো প্রাণীর দেহাবশেষ।)
ACTIVITY – 2
Answer the following questions in complete sentences
( সম্পূর্ণ বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও )
(a) What must we do to know about the story of this world?
(পৃথিবীর গল্প সম্পর্কে জানতে আমাদের অবশ্যই কী করতে হবে?)
Ans: To know about the story of this world we must think of all the countries
and all the people that have inhabited it, and not merely of one little country
where we may have been born.
(পৃথিবীর গল্প সম্পর্কে জানতে হলে আমাদের
অবশ্যই ভাবতে হবে সমস্ত দেশের কথা এবং বসবাসকারী সমস্ত মানুষের কথা, কেবলমাত্র একটি ছোট্ট দেশ যে দেশে আমরা
জন্মগ্রহণ করেছি শুধু সেই দেশের কথা ভাবলে চলবে না। )
(b) How old is our
earth ? (আমাদের পৃথিবী কত পুরানো ? )
Ans: Our earth is very, very old - millions and millions of years old.
(আমাদের পৃথিবী খুবই পুরানো, লক্ষ লক্ষ বছরের পুরানো।)
(c) Who roamed the earth before the arrival of human beings?
( মানুষ পৃথিবীতে আসার আগে কারা পৃথিবীতে ঘুরে বেড়াত ?)
Ans: Before the arrival of human beings only animals roamed on this earth.
(মানুষ পৃথিবীতে আসার আগে কেবলমাত্র অন্যান্য প্রাণীরা পৃথিবীতে ঘুরে বেড়াত।)
ACTIVITY – 3
Fill in the blanks with suitable words from the text. The first letters of the
words are given
(পাঠ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থানগুলি
পূরণ করো। উপযুক্ত শব্দের প্রথম বর্ণটি দেওয়া আছে) :
Ans :
(a) As a subject,historyis
quite interesting.
(পাঠ্য বিষয় হিসেবে, ইতিহাস যথেষ্ট আকর্ষণীয়।)
(b) We have good relations with our neighbouringcountries.
( আমাদের
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে।)
(c) Plants need air, water and sunlight to grow.
(গাছেদের বৃদ্ধির জন্য প্রয়োজন বাতাস, জল এবং সূর্যের আলো।)
(d) Can you imagine how big the Universe is ?
( তুমি কি কল্পনা করতে পারো, মহাবিশ্ব কত বড়ো?)
(e) You should study regularly
if you want to be a good student.
( তোমার
নিয়মিত পড়াশুনা করা উচিত যদি তুমি ভালো ছাত্র হতে চাও।)
বাংলায় অনুবাদ দেখার জন্য এখানে ক্লিক করুন Click Here
ACTIVITY 4
Make meaningful sentences with the following words
( শব্দগুলি দিয়ে অর্থপূর্ণ বাক্যরচনা করো) :
Ans :
(a) Interest (আকর্ষিত করা) : The story will interest you very much.
( গল্পটি তোমাকে দারুণ আকর্ষিত করবে।)
(b) Surface (উপরিতল) : The surface of the earth is round.
(পৃথিবীর উপরিতল হয় গোলাকার।)
(c) Inhabited ( বসবাস করা) : The
place is inhabited by lots of people. (এই জায়গাটিতে প্রচুর মানুষের বাস।)
(d) Together (একসঙ্গে): We
will play together. (আমরা একসঙ্গে খেলা করব।)
(e) Scientist (বিজ্ঞানী) : Scientists make our day to day life pleasurable. (বিজ্ঞানীরা আমাদের প্রতিদিনের জী
0 Comments