শিক্ষা সংক্রান্ত e-tutionjs পেজে আপনাকে স্বাগত । পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা প্রবর্তিত নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচির ভিত্তিতে আমাদের এই e-tutionjs পেজটি তৈরি করা হলো । এই পেজটিতে পাঠক্রম ও পাঠ্যসূচির অভিমুখের প্রতি সজাগ দৃষ্টি রেখে নতুন প্রশ্ন রীতি অনুসরণে নিরবচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়নের উপযোগী অজস্র প্রশ্নোত্তর তৈরি করা হয়েছে । সেই সঙ্গে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রে আগত প্রশ্নগুলির সমাধান রয়েছে । ছাত্র-ছাত্রীরা যাতে নিজের মূল্যায়ন নিজেই করে নিতে পারে রয়েছে সেই সুযোগও । e-tutionjs পেজটির একেবারে মূলে রাখা হলো বিভিন্ন অধ্যায় ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর । আমাদের এই e-tutionjs পেজটি যাতে ছাত্র-ছাত্রীদের কাছে সহজসাধ্য ও আনন্দদায়ক হয়ে ওঠে তারা বিভিন্ন বিষয়ে পরীক্ষাগুলিতে অত্যন্ত ভালো ফল প্রকাশ করতে পারে, সে বিষয়ে তীক্ষ্ন নজর ও রাখা হয়েছে ।
Click here আশা করি e-tutionjs পেজটি সমস্ত স্তরের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সমাদর লাভ করবে । e-tutionjs এই পেজটি তৈরীর ক্ষেত্রে ছাত্র-ছাত্রীরাই উৎসাহ জুগিয়েছে । আশা করি পেজটি শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক এবং শিক্ষার্থীদের আনুকূল্য লাভ করবে ।
ধন্যবাদ ।
0 Comments